muktijoddhar kantho logo l o a d i n g

তাড়াইল

কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ শিক্ষক সমিতির কমিটি গঠন

আজ ৩০ আগস্ট, রোজ বৃহস্পতি বার বেলা ২.০০ ঘটিকার সময় হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, তাড়াইল বাংলাদেশ শিক্ষক সমিতি তাড়াইল উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন – ২০১৮ খ্রি: অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিগদাইড় ইউনিয়ন মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক, জনাব মোঃ নজরুল ইসলাম। জেলা কমিটির সভাপতি জনাব, মোঃ আবু বাকার ছিদ্দিক উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দের সাথে বক্তব্য রাখেন, জনাব মোঃ আবুল হাশেম, জনাব মোঃ শামছুজ্জামান, জনাব মোঃ হোসেন আলী। এছাড়াও তাড়াইল উজজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সভায়, সকলের উপস্থিতিতে জনাব মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, দিগদাইড় ইউনিয়ন মডেল হাইস্কুল তাহাকে সভাপতি, জনাব মোঃ হাফিজুর রহমান মিলন সিনিয়র শিক্ষক, হাজী গোলাম হোসেন বালিকা বিদ্যালয়, তাহাকে সাধারণ সম্পাদক এবং বাবু রতন চন্দ্র বর্মন সহকারী শিক্ষক জাওয়ার উচ্চ বিদ্যালয় তাহাকে সাংগঠনিক সম্পাদক সহ মোট ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি আগামী ৩ (তিন) বৎসরের জন্য গঠন করা হয়।

Tags: