কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেলের চাকার ভেতর থেকে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই জনকে আটক করেছে র্যাব। র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের মুক্তিযোদ্ধার কণ্ঠ’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত তানভীর মোল্লা (২৮) নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও গ্রামের মোবারক মোল্লার ছেলে ও সৌরভ আহাম্মদ (৩০) একই এলাকার শাহজাহান আহাম্মদের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
র্যাব জানায়, এস এ পরিবহনে করে টেকনাফ থেকে একটি মোটরসাইকেলের সামনের চাকার ভেতরে করে ইয়াবার বড় একটি চালান ভৈরবে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা এস এ পরিবহন কাউন্টারে নজরদারি বাড়ায়। কিচ্ছুক্ষণ পর আটককৃতরা মোটরসাইকেলটি কাউন্টার থেকে নিতে আসলে তাদের আটক করে র্যাব। পরে মোটরসাইকেলের চাকা কেটে এর ভেতর থেকে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।