উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগিতায় সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত খেলায় চৌদ্দশত বনাম কর্শাকড়িয়াইল ইউনিয়কে ২-১ গোলে পরাজিত করে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীল।
বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোঃ শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোঃ আতাউর রহমান, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক শামছুল ইসলাম খান মাসুদ, যুবলীগের সভাপতি ফারুক আহম্মেদ বাচ্চু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা প্রমুখ।
পরে অতিথিবৃন্দ বিজয়েদের মধ্যে পুরষ্কার ও ট্রফি বিতরণ করেন। খেলাটির সর্বিক সহযোগিতায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমিন সবুজ, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার জেডএ শাহাদাত হোসেন।
এসময় জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী, প্রশাসনের ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের কয়েক শহশ্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।