শেষ জীবন
তোফাজ্জল হোসেন
জীবনের দূরান্ত পথ পেরিয়ে
অক্লান্ত পরিশ্রম করে,
গড়েছি বাড়ী গাড়ী প্রাচুর্য ;
যাকে করেছি লালন পালন,
যে সন্তানের মুখে তুলে দিয়েছি অন্ন;
আজ সে বিচ্ছিন্ন।
পুত্রবধূর লাগামহীন টুসকি মেরে কথা
অন্তরে লাগে বড়ই করুণ ব্যথা,
মন! তো মানেনা;
এ ব্যথা আঘাতের চেয়েও যন্ত্রণা।
নিয়তির কি নির্মম পরিহাস
নিদারুণ কষ্টে করতে হচ্ছে আজ আমায় বসবাস,
প্রবীণ বয়সে নুয়েপড়া জীবনের শেষ প্রান্তে;
ভাগ্য আমায় হরণ করলো, বৃদ্ধাআশ্রমে।
সংকটে প্রেরণা যোগায় না আমার,
কারণ আমি প্রবীণ মূল্যহীন ;
শাখাহীন একটি অকেজো বৃক্ষ।
Tags: