কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মো: আক্তার জামীল। গতকাল ৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখ সোমবার তিনি সরেজমিনে কিশোরঞ্জ সদর হাসপাতালে যান এবং মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কেবিনে গিয়ে চিকিৎসারত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় খোঁজ-খবর নেন। মুক্তিযোদ্ধারা তাকে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন। তিনি তাদের সাথে চিকিৎসা ছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং জেলা প্রশাসনের পক্ষ হতে সব ধরণের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের সময় তার সাথে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের উপপরিচালক সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন।