ব্রাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলছে ইটনা উপজেলার আটটি ইউনিয়নে।
এরই অংশহিসেবে গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতনত করার লক্ষ্যে সদরের বানিয়াহাটিতে গণনাটক “নতুন দিন” মঞ্চস্ত হয়। নারী শিক্ষার গুরুত্ব, নারীর স্বাবলম্বীতা,মতামতের গুরুত্ব, গর্ভকালীন পরিচর্যা ও নিরাপদ প্রসব বিষয়সমূহ সহজসরলভাবে তুলে ধরা হয় নতুন দিন গণনাটকে। নাটকে অভিনয় করেন স্হানীয় শিল্পী রিপা বেগম,আমেনা বেগম, কল্পনা খাতুন, সুমন্ত বর্মণ,দয়াল মিয়া,শাহিন আলম,সামছুল কবির, জামাল মিয়া,হবি মিয়া ও পিয়াস বর্মন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন সমন্বয়কারী জনাব মো শহীদ উল্লাহ্, এলাকা উন্নয়ন সমন্বয়কারী মো মিজানুর রহমান,সিনিয়র কর্মসূচি সংগঠক (গণনাটক) মনি আক্তার এবং ফাতেমা বেগম,সাংবাদিক বাহাদুল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ।