muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে সালুয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন পরিষদের ৪ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন-২০১৮ এর তফসিল ঘোষণা করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর সোমবার উপজেলা নির্বাচন অফিসার ও সালুয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এক প্রজ্ঞাপন জারি করে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ১১ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ও ভোট গ্রহনের তারিখ ৩ অক্টোবর সকাল ৯ ঘটিকা হতে ৫ ঘটিকা পর্যন্ত । উপজেলা নির্বাচন অফিসার ও সালুয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গত ১৮ আগষ্ট ৪ নং ওয়ার্ডের সদস্য আশরাফ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করায় ওই দিন থেকে উপজেলা নির্বাহী অফিসার উক্ত ওয়ার্ড সদস্য পদ শূন্য ঘোষণা করেন। ১৭ নভেম্বরের মধ্যে উক্ত ওয়ার্ডে উপ-নির্বাচন করার আইনগত বাধ্যগত থাকায় নির্বাচন কমিশনের নির্দেশক্রমে উক্ত ওয়ার্ডের উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।

Tags: