muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জের নীলগঞ্জ বাজারে বীর মুক্তিযোদ্ধা এড. ভূপেন্দ্র ভৌমিক দোলনের নির্বাচনী সভা

কিশোরগঞ্জ-হোসেনপুর ০১ আসনের সংসদ নির্বাচনে মহাজোটে মনোনয়ন প্রত্যাশী গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. ভূপেন্দ্র ভৌমিক দোলন মাইজকাপন ইউনিয়ন গণতন্ত্রী পার্টির আয়োজনে নীলগঞ্জ বাজারে ০৭-০৯-২০১৮ইং শুক্রবার বিকাল ৪ ঘটিকায় এক নির্বাচনী আলোচনা সভার আয়োজন করে।

নির্বাচনী আলোচনা সভায় প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য কিশোরগঞ্জ জেলা শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. ভূপেন্দ্র ভৌমিক দোলন। এছাড়াও জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খাঁন মিল্কি আরজু, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, আবুল হাসেম দুলাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. গাজি এনায়েতুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, শহর কমিটির সভাপতি এনামুল হক আলমাছ চৌধুরি, সদর সভাপতি ডা. স্বপন ভৌমিক, অধ্যক্ষ ভযেন্দ্র দেবনাথ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন সুধা।

নীলগঞ্জ বাজারে আলোচনা সভায় নির্বাচন পূর্ব দাবী হিসাবে এলাকাবাসীর পক্ষে প্রস্তাব করে মাইজকাপন ইউনিয়ন পরিষদ মহিলা সদস্য মনোয়ারা বলেন, নীলগঞ্জ বাজারকে মাদক মুক্ত করতে চাই, যোগাযোগের জন্য রাস্তা, জন অধিকার নিশ্চিত, দরিদ্রতা বিমোচন, নীলগঞ্জ বন্দরকে পুণরায় চালু করা এবং নির্বচনের পরেও জনগণের কাছাকাছি থেকে সেবা প্রদান করা এসব অঞ্চলের জনগণের দাবী।

বীর মুক্তিযোদ্ধা এড. ভূপেন্দ্র ভৌমিক দোলন তার বক্তব্যে বলেন, আমি কখনো নিজ স্বার্থের জন্য জলাঞ্জলি দেই নাই। যদি মহাজোট থেকে মনোনয়ন নিয়ে আপনাদের মূল্যবান আমানত পাই তাহলে এর সঠিক ব্যবহার হবে এবং জনকল্যাণমূলক কাজেই হবে, এটা আমার একমাত্র কথা। আপনারা আপনাদের কাজটুকু করেন অর্থ্যাৎ মূল্যবান ভোট খানা দিয়ে আমাকে সবসময় কাছে পাবেন। আপনাদের কাজেই নিয়োজিত থাকব। এবারের নির্বাচন জনগণের ভোটেই নির্বাচিত হবে যোগ্যপ্রার্থি।

Tags: