কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪৭তম গ্রীষ্মকালীন আন্ত:স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের কাবাডি খেলায় মুন্সী আ. হেকিম কারিগরি কলেজ (স্কুল শাখা) চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুন্সী আ. হেকিম কারিগরি কলেজ (স্কুল শাখা) ৪৮-৪১ পয়েন্টে ফেকামারা ফাজিল মাদরাসাকে পরাজিত করে উপজেলায় চ্যাম্পিয়ন হয়।
কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. নজররুল ইসলাম ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ফকির। খেলা পরিচালনা করেন সৈয়দ শাহাদাত হোসেন সাধু। সহকারী পরিচালনায় ছিলেন মো. আবুল বাশার ও জহিরুল হক জোয়ারদার।
এ সময় মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া, কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন, ফেকামারা ফাজিল মাদরাসার শরীরচর্চা শিক্ষক মো. নজরুল ইসলাম মুজিব প্রমুখ উপস্থিত ছিলেন।