সাফ চ্যাম্পিয়নশিপে ভুটান ও পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু সেই সুবাস বেশি সময় ধরে রাখতে পারল না লাল-সবুজের জার্সিধারীরা। গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হলো তাদের। আর তাতেই শেষ হলো সেমিফাইনালে স্বপ্ন।
সেমিফাইনালে উঠল পাকিস্তান ও নেপাল। ‘এ’ গ্রুপে পাকিস্তান ও ভুটানের সমান ৬ পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে গোল ব্যবধানে।
পাকিস্তান যদি আজ দিনের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে হার বা ড্র করত, তাহলে আর সেমিফাইনালের টিকিটের জন্য নেপালের বিপক্ষে ম্যাচের জন্য অপেক্ষা করতে হতো না জামাল ভুইয়াদের। উল্টো ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল পাকিস্তান। ফলে নেপালের বিপক্ষে হেরে সব সমীকরণ শেষ করে দিল বাংলাদেশ।