কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগীতায় কটিয়াদী পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকালে আচমিতা জর্জ ইনষ্টিটিউশন মিনি স্টেডিয়ামে কটিয়াদী পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ১-০ ব্যাবধানে বৈরাগীচর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এই নিয়ে চারবার উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে কটিয়াদী পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। খেলা শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবদুল ওয়াহাব আইন উদ্দিন। খেলায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিফুল ইসলাম মোড়ল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী খান, কটিয়াদী পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, শফিকুল ইসলাম মোগল,ননি গোপাল দাস প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবদুল ওয়াহাব আইন উদ্দিন বলেন, ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের এমন উদ্দোগ । সরকারের লক্ষ্য এ ধারার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা তুলে আনা। আইন উদ্দিন আরো বলেন, অভাবে এদেশে যুব সমাজ মাদকের দিকে ঝুঁকছে। বর্তমানে দেশের যুব সমাজের বৃহৎ অংশ মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। তাই খেলাধুলার চর্চার মাধ্যমে যুব সমাজকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। খেলায় কয়েক হাজার দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।