muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের সহযোগীতায় উপজেলা পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ্ব -১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কুলিয়ারচর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, উপজেলা জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতিশ্বর পাল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিয়া, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান ,ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ আলম, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাহবুবুর রহমান, কুলিয়ারচর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ফজলুল হক, কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদের পৃষ্ঠপোষক হাবিবুল্লাহ কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হক, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মোহাম্মদ আরীফুল ইসলাম ও ফারজানা আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ফইনাল খেলায় কুলিয়ারচর উপজেলার সেরা ১৮ বনাম সেরা ১৮ খেলোয়াড়রা অংশগ্রহণ করে।

 

 

Tags: