রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আকতার জাহান আত্মহত্যা করেননি দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।
আকতার জাহানের ২য় প্রয়াণ দিবসে রোববার সকাল সাড়ে দশটায় এক মৌন পদযাত্রা বের হয়।বিভাগের সামনে থেকে পদযাত্রাটি
শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিভাগের সামনে এসে মিলিত হয়।
আকতার জাহানের প্রয়াণ দিবস উপলক্ষে বিভাগের ১২৩ নাম্বার কক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী অধরা মাধুরী পরমার পরিচালনায় স্মরণ সভায় বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, কোন কালো হাত বা কালো চক্র মূল সত্য উদঘাটনে বাঁধা দিচ্ছে। প্রশাসনের গাফলতির কারণে আমরা বিচার পাচ্ছি না। সঠিক পথে তদন্ত এগোচ্ছে না।
অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, ভালোবাসার জায়গা, বন্ধনের জায়গা, অতি বন্ধন তৈরি করতে পেরেছিলেন আকতার জাহান। আমরা তার অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু বিচার চাই, অস্বাভাবিক মৃত্যুর সত্য ঘটনা টা জানতে চাই।
এসময় বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আকতার জাহানের মৃত্যু প্রশ্নবিদ্ধ যা এখনও আমাদেরকে পীড়া দেয়। যতদিন এর সঠিক সুরাহা না হবে ততদিন পর্যন্ত আমরা এ দাবি জানিয়ে যাব।
অন্যান্যের মধ্যে অধ্যাপক খাদেমুল ইসলাম, সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, সহকারী অধ্যাপক সাজ্জাদ বকুল, আব্দুল্লাহ বাকী, কাজী মামুন হায়দার রানা, মাহবুবুর রহমান রাসেল, এ বিএম সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় জুবেরী অতিথি ভবনের কক্ষ থেকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশ আত্মহত্যা বলে দাবি করে।
Tags: