muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি দিয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে এ স্মারকলিপি প্রদান করে। পরে ৪১৫৯টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ন মহা সচিব মোঃ বদরুল আমিন সরকার, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হক, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, শিক্ষক মোঃ আঃ কাদির (আল আমিন), মোঃ মাহবুবুর রহমান, মোছাঃ ফারহানা খাতুন, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান প্রমুখ।

Tags: