দুর্দান্ত এক জয় পেয়েছে কটিয়াদী পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। নিজেদের পুরানো ঐতিহ্য ফিরিয়ে এনে করিমগঞ্জের বিপক্ষে পুরোটা সময় আধিপত্য ধরে রেখে ৩-১ গোলে জিতেছে গতদুই বারের চ্যাম্পিয়নরা। বুধবার বিকেলে কিশোরগঞ্জ সদরের পুরাতন স্টেডিয়ামে জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল (বালক) জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অর্জন করে। প্রথমার্ধে গোল পেয়ে এগিয়ে যায় কটিয়াদী পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। দ্বিতীয়ার্ধে করিমগঞ্জ গোল পেয়ে যায়। খেলা শেষে টাইবেকারে ৩-১ গোলে করিমগঞ্জকে পরাজিত করে তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হয় কটিয়াদী পাইলট। কটিয়াদী পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ বলেন, শনিবার থেকে উপ-আঞ্চলিক পর্যায়ে ময়মনসিংহ স্টেডিয়ামে ছয়টি জেলার চ্যাম্পিয়নদের খেলা হবে। সেখানেও আমাদের ছেলেরা ভালো করবে বলে আশা করি। উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়া ছাত্রছাত্রী ও বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন এবং তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করে অভিনন্দন জানিয়েছেন।