muktijoddhar kantho logo l o a d i n g

ইটনা

ইটনায় পপি সৌহার্দ্য প্রকল্পের মৃৎ শিল্প ও শুটকি মাছ প্রক্রিয়াজাত করণ প্রশিক্ষন অনুষ্ঠিত

পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের উদ্যেগে বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া শিল্প গুলোকে বাঁচিয়ে রাখার তাগিদে উপজেলার মৃগা ইউনিয়নের ভাটি রাজিবপুর গ্রামের ১৮ জন দরিদ্র অতিদরিদ্র নারীকে মৃৎ শিল্প (তৈজসপত্র) বিষয়ে ৫ দিন ও ইসলাম পুর, মধুপুর, কালিপুর, পাঠাবুকা, কাটিয়ারকান্দা গ্রামের ১২ জন দরিদ্র অতিদরিদ্র নারীকে শুটকি মাছ প্রক্রিয়াজাত করন বিষয়ে ২ দিন ব্যাপী প্রশিক্ষন দেওয়া হয়। গত মঙ্গলবার প্রশিক্ষনের সমাপনী দিনে বক্তব্য দেন পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের ইটনা এফ এস মোঃ শওকত উছমান, পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের মার্কেট ফ্যাসিলেটর আলী ইসলাম, মাঠ সহায়ক সুমন দাস, মাঠ সহায়ক খঞ্জনা খাতুন প্রমুখ।

Tags: