muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কিশোরগঞ্জ জেলায় শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর জেলা পর্যায়ের খেলা। শনিবার বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন হাবিবুর রহমান, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রস্টি লিপু রায়, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সহ কিশোরগঞ্জের সাবেক ফুটবলাররা।

উদ্বোধনী ম্যাচে ভৈরব উপজেলাকে ২-০ গোলে হরিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে কিশোরগঞ্জ সদর উপজেলা। জয়ী দলের রাসেল এবং মোশারফ করেন একটি করে গোল। এছাড়া সকালে গ্রুপ পর্বের আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে। হোসেনপুর উপজেলাকে ৩-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে নিকলী উপজেলা। একাই তিন গোল করে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেন নিকলী উপজেলার ওসমান। আরেক ম্যাচে শাকিল মিয়ার একমাত্র গোলে অষ্টগ্রামের বিপক্ষে জয় পায় বাজিতপুর উপজেলা। ম্যাচে হেরেও জেলা দলের প্রাথমিক বাছাইয়ে হোসেনপুরের শামীম, অষ্টগ্রামের বাবলা ও পলাশ, ভৈরবের কামরুল মিয়া, মোখলেস মিয়া, হারুন মিয়া এবং জুবায়ের মিয়া নির্বাচিত হন। আগামীকাল রবিবার গ্রুপ পর্বের আরো তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় পাকুন্দিয়া- কটিয়াদী, দুপুর ১২ টায় তাড়াইল-মিঠামইন এবং বিকাল ৩ টায় কিশোরগঞ্জ পৌরসভা-কুলিয়ারচর উপজেলা মাঠে নামবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর।

Tags: