muktijoddhar kantho logo l o a d i n g

লাইফ স্টাইল

মস্তিষ্কের দিক থেকে আপনি পুরুষের নাকি মহিলার ?

male-and-female-brain-feature-pic
লাইফস্টাইল ডেস্কঃ আপনি লিঙ্গ বৈষম্যের দিক থেকে পুরুষ বা মহিলা। তবে আপনার মস্তিষ্ক ভাবনা চিন্তা কেমন হবে তার সঙ্গে কিন্তু আপনি পুরুষ না মহিলা তার কোনও সম্পর্কই নেই। মেল ব্রেন আর ফিমেল ব্রেনের এই তত্ত্ব সামনে এনেছেন অঙ্গিলা রাসকিন ইউনিভার্সিটির গবেষকরা।

তাঁরা জানাচ্ছেন পুরুষ, মহিলা উভয়েরই হতে পারে মেল ব্রেন, যাকে বৈজ্ঞানিক ভাষায় বলে টাইপ-এস ব্রেন। তেমনই আবার উভয়েরই ফিমেল ব্রেন যার বৈজ্ঞানিক নাম টাইপ-ই ব্রেনও হতে পারে। মনোবিদ সিমন ব্যারন কোহেন এই দুই ধরনকে ‘সিস্টেমাইজার’ ও ‘এমপাথাইজার’ বলে ব্যাখ্যা করেছেন।

মেল ব্রেনের অধিকারীরা নিয়মমাফিক চলতে ভালবাসেন, যান্ত্রিক কাজে বেশি সাফল্য পান। অন্য দিকে ফিমেল ব্রেনের অধিকারীরা বেশি অনুভূতিপ্রবণ হন। সাধারণত পুরুষদের মধ্যে সিস্টেমাইজিং ধরন ও মহিলাদের মধ্যে এমপাথাইজিং ধরন বেশি দেখা যায় বলে এই দুটি ভাগকে সোজা ভাষায় মেল ব্রেন ও ফিমেল ব্রেন বলা হয়ে থাকে।

Tags: