রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এখন নিজ জেলায় অবস্থান করছেন। ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ সফর করবেন।
এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলার খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চু। জনসমাবেশে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, আমার জন্য দোয়া করবেন, দেশের কল্যাণের জন্য যেন আজীবন কাজ করতে পারি। তিনি বলেন হাওর এখন পিছিয়ে নেই, হাওরের মানুষ ফ্লাইওভার দিয়ে বর্ষা কালে পানির উপর দিয়ে চলাচল করবে। যারা মানুষের কল্যাণে ভাল কাজ করবে তাদেরকে মূল্যায়ন করবে ভাল মানুষকে মনোনীত করে নির্বাচিত করুন। মনে রাখবেন আমি সবার রাষ্ট্রপতি।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, অ্যাড. সোহরাব উদ্দিন এমপি, আফজাল হোসেন এমপি, জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম প্রমুখ।