কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার আক্তার জামিল বলেছেন, মাদকের বিষাক্ত ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে।
তিনি শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মুছা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ বিরোধী এবং বয়ঃসন্ধিকালে সমস্যা সমূহের ব্যবস্থাপনা বিষয়ক এক ক্যাম্পেইন -এ অভিভাবক ও এলাকাবাসীর উদ্দেশ্যে একথা বলেন। এ ছাড়া তিনি বাল্যবিবাহ রোধে এলাকার জনপ্রতিনিধি ও কাজীদের সতর্কতা অবলম্বনসহ ইভটিজিং রোধে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।
“জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন, যুবরা জাতির শ্রেষ্ঠ সম্পদ মাদকের ছোবল থেকে তাদেরকে বাঁচাতে এগিয়ে আসুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত ক্যাম্পেইনে মুছা মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ. এইচ. এম কামরুজ্জামান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, একাডেমিক সুপারভাইজার মোঃ মুসফিকুর রহমান,মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাছের মোঃ আব্দুল্লাহ, বীর কাশিম নগর এফ. ইউ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল করিম, ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাকুর রহমান (বাদল) ও জাইকা প্রতিনিধি সহ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ,ছাত্র-ছাত্রী ও এলাকার সুশীল সমাজ।