০০৭ ফিরলেন সাড়ম্বরে। শুধু তাই নয়, ফিরলেন বক্স অফিসে সাফল্যের ঝড় তুলে।
ব্রিটেনে নয়া বন্ড-ফিল্ম ‘স্পেক্টর’ রিলিজের পর থেকেই তার প্রশংসায় পঞ্চমুখ তামাম দর্শক। দুই মোহময়ী নায়িকা মনিকা বেলুচি আর লিয়া সেদুকে নিয়ে চতুর্থ বার পর্দায় হাজির ড্যানিয়েল ক্রেগ। প্রতি বারের মতো এ বারও সেই ক্রেগ-এ মুগ্ধ দর্শক থেকে সমালোচক— সকলেই। এক জন সমালোচক তো বলেই ফেললেন, “পিওর অ্যাকশন মেহেম”। আর, অপর জনের কথায়, “একিংলি কুল”।
শুক্রবার নয়, ব্রিটেনে এই ফিল্ম রিলিজ করা হয়েছে সোমবার। আর প্রায় খোলা মাঠে গোল দেওয়ার মতোই যাবতীয় রেকর্ডও ভেঙেছে ‘স্পেক্টর’। ২০০৪ সালের হ্যারি পটার সিরিজের ফিল্ম ‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান’ ঘরে তুলেছিল ২৩.৮ মিলিয়ন পাউন্ড— প্রথম সপ্তাহেই। তা সে রেকর্ড ভেঙে ছত্রাখান। সে দেশে অলটাইম বক্স অফিস সাফল্যের নয়া নজির গড়ে এ বার প্রথম সপ্তাহে ‘স্পেক্টর’ এনেছে ৪১ মিলিয়ন পাউন্ডেরও বেশি মুনাফা। তবে শুধু ব্রিটেন নয়, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক বা ফিনল্যান্ড— ইউরোপের এ ক’টি দেশ মিলিয়ে মুনাফা ৫২.১ মিলিয়ন পাউন্ড।
এ হেন সাফল্যে উচ্ছ্বসিত ফিল্মের প্রযোজক জুটি মাইকেল জে উইলসন ও বারবারা ব্রকোলি। “জেমস বন্ড ফ্যানের কাছে আমরা কৃতজ্ঞ।”— বলেন তাঁরা।
বন্ড ফিল্মের ইতিহাসে এ পর্যন্ত সেরা রোজগার করেছিল ‘স্কাইফল’। সারা বিশ্বে ১.১ বিলিয়ন ডলারের ব্যবসা করেছিল সেটি।
ব্রিটেনে নজির গ়়ড়ে এ বার মার্কিন মুলুক জয়ের লক্ষ্যে নামছে স্যাম মেন্ডেজের ২৪তম বন্ড ফিল্ম। আগামী ৬ নভেম্বর সেখানেই মুক্তি পাচ্ছে ‘স্পেক্টর’।