কিশোরগঞ্জের কটিয়াদীতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে কটিয়াদী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় এই জরিমানা করা হয়।
জানা যায়,মেয়াদোত্তীর্ণ খাদ্য, খাদ্যে ক্ষতিকর রং ব্যবহার ও পণ্য বিক্রি এবং পণ্যের মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনের অপরাধে মহাদেব মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য বিক্রির অপরাধে রতন বনিক স্টোরকে ৫ হাজার টাকা এবং পণ্যের মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনের অপরাধে শীতল সাহা স্টোরকে ৫ হাজার টাকা, শ্যামা স্টোরকে ৫ হাজার টাকা ও ঝন্টু মোদক স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে জব্দ করা খাদ্য ও পণ্য বিনষ্ট করা হয়।
অভিযানে কিশোরগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, কটিয়াদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।