সুমন বিশ্বাস, শাহরাস্তি (চাঁদপুর) ।। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের কামরুজ্জামান মিন্টু নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। আজ বুধবার সকাল ৮টা থেকে দুপুর ৪টা পর্যন্ত একটানা ৫৮টি কেন্দ্রে এ ভোট গ্রহন চলে।
এ নির্বাচনে ৩ জন প্রাথী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য নৌকা প্রতীকের মোঃ কামরুজ্জামান মিন্টু ৩২ হাজার ৮শ ৪৬ ভোট পেয়ে জয় লাভ করেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ধানের শীর্ষ প্রতীকের ওবায়েদুল হক মজুমদার পেয়েছেন ১৬ হাজার ৪ শ ৩৬ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বাবুল আক্তার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭ভোট ।
উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, এবারের নির্বাচনে উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউপির মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৭শত ৪৮জন । এতে পুরুষ ভোটার ৮৩ হাজার ৫শত ২ জন ও মহিলা ভোটার ৮৫ হাজার ২শত ৪৬ জন। কেন্দ্রের সংখ্যা ৫৮টি।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওবায়েদুর রহমান জানান, আগামী ২০ মে ২০১৯ সালে এ পরিষদের মেয়াদ পূর্ণ হবে।