muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভীর

“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৩ দিন ব্যাপি ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮  শুরু হয়েছে। মেলার দ্বিতীয় দিন শুক্রবার (৫ অক্টোবর)  সারাদিন উপচেপরা ভীর ছিল দর্শনার্থীদের। বিকেলে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৪ অক্টোবর) বেলা ১০টা ৪৫ মিনিটের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন মেলা উদ্বোধনের পর বেলা ১১ ঘটিকায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত উন্নয়ন মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল মিল্লাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতিশ্বর পাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস আক্তার রেখা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোল্লাসহ এলাকার জনপ্রতিনিধি ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়। উন্নয়ন মেলায় অর্ধশত স্টলে বাংলাদেশ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন। মেলার প্রথম দিন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলাও অনুষ্ঠিত হয়।

Tags: