muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

স্থানীয় সরকার পৌরসভা আইন (সংশোধন) অধ্যাদেশ ২০১৫ এর গেজেট প্রকাশ

bd govt logo
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থিতা সন্নিবেশিত করে স্থানীয় সরকার পৌরসভা আইন (সংশোধন) অধ্যাদেশ ২০১৫ এর গেজেট প্রকাশ করেছে সরকার।

মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০০৯ সনের স্থানীয় সরকার পৌরসভা আইনের ৫৮ ধারা সংশোধন করে নুতন ধারা ২০ ক সন্নিবেশিত হবে। ‘২০ ক। নির্বাচনে অংশ গ্রহণ- ধারা ১৯ এর বিধান সাপেক্ষে, কোন পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশ গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হইতে হইবে।

এতে আরো বলা হয়, ২০০৯ সনের ৫৮নং আইনের ধারা ২১ এর সংশোধন। উক্ত আইনের ধারা ২১এর উপধারা (১) এর দফা (খ) এর নি¤œরূপ দফা (খখ) সন্নিবেশিত হইবে। যথা (খখ) রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশ গ্রহণ সংক্রান্ত যে কোনো বিষয়।

Tags: