কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ৪- ৬ অক্টোবর ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপ্তি করা হয়েছে। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সারাদেশের মতো কিশোরগঞ্জেও বিভিন্ন আয়োজনে পালিত হয় জাতীয় উন্নয়ন মেলা। এবারের মেলায় জেলার সরকারি / বেসরকারি সংস্থার সর্বমোট ১৭০ টি স্টল নিজ নিজ ব্যানারে সজ্জিত করে সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। তারমধ্যে বিচারকের দুরদর্শি দৃষ্টিকোণ থেকে সেরা দশটি ষ্টল নির্বাচিত করে, তারমধ্যে রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) প্রথম স্থানটি দখল করার গৌরব অর্জন করে।
বিআরটিএর সহকারী পরিচালক শফিকুল আলম সরকার জানান, এই তিনদিনে আমরা সর্বসাধারণের কাছে এসে রেকর্ড সংখ্যক শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স (প্রায় ২৫০ এর অধিক) তাৎক্ষণিক প্রদান করতে পেরেছি, সেইসাথে পুরাতনদের ফিংগারপ্রিন্ট ও নাম্বারপ্লেটদারীদের সেবা অব্যাহত রেখেছিলাম, প্রথম স্থান অর্জনে আমরা গর্বিত সেইসাথে আমাদের কাজের গতি আরো গতিশীল হবে বলে আশারাখি। পর্যায়ক্রমে দ্বিতীয় হতে দশম স্থান অর্জনকারী জেলা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পল্লি উন্নয়ন বোর্ড (একটি বাড়ী একটি খামার), স্থানীয় সরকার বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং সড়ক ও জনপদ বিভাগ।
আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উন্নয়ন মেলার সভাপতি জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী বিজয়ীদের হাতে সন্মাননা ক্রেষ্ট ও সনদ তুলেদেন, এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল মাসউদ, সদর উপজেলা ভূমি কর্মকর্তা আবুল হাসেম রনি, জেল সুপার বজলুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, জেলা আওয়ামিলীগের বন ও পরিবেশ সম্পাদক এনায়েত করিম অমি, ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।