muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে “স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও উৎসাহী যুব রক্তদাতাদের ডাটাবেইজ তৈরী” সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ অক্টোবর) বেলা ১১ ঘটিকার সময় উপজেলার লক্ষ্মীপুর টেকনিক্যাল এন্ড বি.এম কলেজে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রাম, ইউজিডিপি, স্থানীয় সরকার বিভাগ ও উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত কর্মশালা আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ। এ সময় লক্ষ্মীপুর টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম হায়দারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, গোবরিয়া আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, জাইকা প্রতিনিধি রুজি পারভীন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক ফারজানা আক্তার, ইউপি সদস্য মোঃ কালাচাঁন মিয়া, মোঃ দ্বীন ইসলাম, মোঃ মাসুদ রানা ও মোঃ সাইফুল ইসলাম সহ কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। এ সময় স্বনির্ভর বাংলাদেশ কুলিয়ারচর এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করে একটি ডাটাবেইজ তৈরী করে।

Tags: