কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাল্যবিবাহ নিরোধ দিবস- ২০১৮ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জ্যোতিস্বর পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাছের খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, পিডিবিএফ কর্মকর্তা মোছাঃ নাছিমা বেগম, জাইকা প্রতিনিধি রুজি পারভীন, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মোঃ লুৎফুর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সংসং বর্মন, দেশ মাটি মাল্টিপারপাস কো-অপারেটিপ সোসাইটি লিঃ এর সভাপতি মোঃ সাদেকুর রহমান, প্রশিক্ষক রুবিনা আক্তার প্রমূখ।
Tags: