স্পোর্টস ডেস্কঃ তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য ২৩ সদস্যের জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে বাফুফে।
২৩ সদস্যের চুড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলের। হিমেলের সঙ্গে বাদ পড়েছেন মোহামেডানের লেফটব্যাক নুরুল ফয়সাল। দলে থাকলেও ইনজুরির কারণে তাজিকিস্তান যাওয়া হচ্ছে না ডিফেন্ডার আতিকুর রহমান মিশুর। জ্বরের কারণে ছিটকে গেছেন আরেক ডিফেন্ডার রেজাউল করীম রেজা। দুটি করে হলুদ কার্ড থাকায় মিডফিল্ডার মোনায়েম খান রাজু ও ডিফেন্ডার তপু বর্মনকে পাচ্ছেন না লোপেজ। তবে রেজা ও মিশু না থাকলেও ডিফেন্সে লোপেজকে ভরসা দিতে দলে ফিরেছেন নাসির উদ্দিন চৌধুরী ও ইয়াসিন খান।
নাসির, ইয়াসিনের সঙ্গে এক ম্যাচ পরে ফের জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার সোহেল রানা ও ডিফেন্ডার কেস্ট কুমার বোস। ৬ নভেম্বর তাজিকিস্তানের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ। তাজিকিস্তানে কেবল খেলাই নয়, আবহাওয়ার বিরুদ্ধেও লড়তে হবে বাংলাদেশকে।
এ প্রসঙ্গে লোপেজ বলেন, সেখানকার (তাজিকিস্তান) আবহাওয়ার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। সেটাই হচ্ছে বড় কথা।
উল্লেখ্য, ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে স্বাগতিক তাজিকদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচটি।
২৩ জনের স্কোয়াডঃ
গোলরক্ষক: রাসেল মাহমুদ লিটন, আশরাফুল হক রানা ও শহিদুল আলম সোহেল।
ডিফেন্ডার: নাসিরউদ্দিন চৌধুরি, নাসিরুল ইসলাম, কেস্টো কুমার, ইয়ামিন মুন্না, রায়হান হাসান, ওয়ালী ফয়সাল ও ইয়াসিন খান।
মিডফিল্ডার: জামাল ভুঁইয়া, সোহেল রানা, মামুনুল ইসলাম, শাহেদুল আলম শাহেদ (২), ইমন মাহমুদ, আবদুল বাতেন মজুমদার কোমল, ফয়সাল মাহমুদ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও মাসুক মিয়া জনি।
ফরোয়ার্ড: তকলিস আহমেদ, আমিনুর রহমান সজিব, নাবিব নেওয়াজ জীবন ও সাখাওয়াত হোসেন রনি।