কিশোরগঞ্জে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনসহ চারটি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কিশোরগঞ্জ জেলার ৪টিসহ দেশের ৬টি জেলায় ৩১টি প্রকল্পের উদ্বোধন করেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাসউদ, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তাজমুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জে উদ্বোধন হওয়া এসব প্রকল্পের মধ্যে কিশোরগঞ্জ পৌরসভার হারুয়া এলাকায় ৬ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬ তলা বিশিষ্ট নগর মাতৃসদন, তারাপাশা শতাল এলাকায় ২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ তলা বিশিষ্ট নগর স্বাস্থ্যকেন্দ্র, বত্রিশ নুরানী সড়ক এলাকায় ২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ তলা বিশিষ্ট নগর স্বাস্থ্যকেন্দ্র, ৩ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার ৮০০ টাকা ব্যয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মিত হয়েছে।