কিশোরগঞ্জের কেয়ামতসম ভয়াবহ দিন ১৩ই অক্টোবর বড়ইতলা গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বড়ইতলায় আলোচনা সভার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামসহ মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে বড়ইতলা শহিদ মিনারে পুষ্পস্তপক অর্পন করেন।
১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশীয় দোসরদের সহায়তায় সদর উপজেলার বরইতলা এলাকায় নির্মম হত্যাযজ্ঞ চালায়। এ দিন সকালে ট্রেনে করে একদল পাকিস্তানি হানাদার বাহিনী বরইতলা এলাকায় আসে। তারা ওই এলাকায় ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। এ সময় কর্শা কড়িয়াইল, দামপাড়া ও চিকনির চরসহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে চার শতাধিক গ্রামবাসীকে ধরে আনে। পরে রেল লাইনের পাশে দাঁড় করিয়ে ৩শ’ ৬৫ জন গ্রামবাসীকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে। সেদিন সৌভাগ্যক্রমে বেঁচে যান কেউ কেউ। তাদের অনেকে বেঁচে আছেন পঙ্গু জীবন নিয়ে।