muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সাত শতাধিক বস্ত্র বিতরণ

আগামীকাল ১৫ অক্টোবর ২০১৮ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। এ নিয়ে ধনী-গরীব সর্বস্তরের সনাতন ধর্মের মানুষের ব্যাপক প্রস্তুতি থাকলেও দরিদ্রতার কারণে অনেক হত দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়। পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এর সহযোগিতায় কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলায় প্রায় সাতশতাধিক বস্ত্র বিতরণ করা হয়। এতে হতদরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা আনন্দের সাথে কাটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বস্ত্র বিতরণ অনুষ্ঠান কিশোরগঞ্জ শ্রী শ্রী কালীবাড়ী মন্দির মিলনায়তনে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম, বিজ্ঞ জিপি বিজয় শংকর রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শামা মো. ইকবাল হায়াতসহ পূজা উদযাপন পরিষদের উপজেলা ও জেলার নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ। এছাড়াও অংশগ্রহণ করেন দরিদ্র সনাতন ধর্মাবলম্বীরা। সকলেই প্রধানমন্ত্রীর নির্দেশ ধর্ম যার যার উৎসব সবার কথাটি স্মরণ রেখে শান্তিশৃঙ্খলা বজায় রেখে উৎসব পালনের অনুরোধ করা হয়।

Tags: