কিশোরগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। “স্বনির্ভর চলায়, সাদাছড়ি নিরাপত্তার প্রতীক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার জেলা প্রশাসন ও স্বেচ্চাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সমাজ সেবা শিশু সদন বালিকাতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান খানের সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহদী হাসান। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যলয়ের সহকারী পরিচালক মোঃ শহিদুল্লাহ, প্রতিবন্ধী শিল্পি মোঃ ইব্রাহিম, প্রতিবন্ধী শিক্ষক মহসিন, মোঃ শাহাবউদ্দিন প্রমুখ। পরে স্থানীয় শিল্পিবৃন্দ গান পরিবেশন করেন।