‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশু ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে উদ্বুদ্ধকরণ বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬অক্টোবর) দুপরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত মা সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী জেলা শিক্ষা অফিসার মাহাবুবুজ্জামান, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শামসুল হক হারিছ, ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ আলম, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন, বাজরা কান্দুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম আবিরাজ, উত্তর সালুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আলফাজ উদ্দিন,কান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ বদিউল আলম, লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ কবির হোসেন, কুলিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোঃ জাকারিয়া, কুলিয়ারচর বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম রাশিদ, আলী আকবরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোঃ হাবিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, প্রধান শিক্ষক, বিদ্যুৎসাহী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কোমলমতি শিক্ষার্থীদের মায়েরা। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মস্তোফা কামাল।