muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে এক বাড়ীতে হামলা, দোকানসহ ৫ ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরধরে এক বাড়ীতে হামলা, দোকানসহ ৫ ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোঁয়াগাও মধ্যপাড়া গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে।

নোঁয়াগাও মধ্যপাড়া গ্রামের মৃত দেওয়ান আলীর পুত্র মোঃ বাচ্চু মিয়া (৪০) অভিযোগ করে বলেন, একই গ্রামের মৃত লিল মামুদের পুত্র মোঃ কামাল উদ্দিন ওরফে মিষ্ঠু মিয়া (৫০) দের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। এই ঘটনার জেরধরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে কামাল উদ্দিন, সোলেমান (৩০), হিমেল (৩০), শাহ আলম (৪৭) ও সাইফুল ইসলাম (৩৫) সহ প্রায় অর্ধশত লোক দেশীয় অস্ত্রাধী নিয়ে তাদের বাড়ীতে হামলা করে।

এ সময় হামলাকারীরা হানিফ মিয়ার ১টি মোদির দোকান ঘরসহ আঙ্গুর মিয়া, আব্দুল্লাহ, জরিপবানু ও তার বশত ঘর ভাংচুর করে দোকানে ও বসতঘরে থাকা জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি করে। এ ব্যাপারে বাচ্চু মিয়ার কলেজ পড়–য়া মেয়ে স্বর্ণালী আক্তার (১৮) বলেন, হামলাকারীরা তার লেখাপড়ার বই, দুইটি টিউবওয়েল ও রান্নার হারিপাতিল সহ জিনিস পত্র লুটপাট করে নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

হামলার অভিযোগ অস্বীকার করে কামাল উদ্দিন ওরফে মিষ্ঠু মিয়ার স্ত্রী গোলে জান্নাত (৩৫) বলেন, প্রতিপক্ষ আমাদের ফাঁসাতে নিজেদের ঘর বাড়ী ভাংচুর করেছে।

Tags: