“ধর্ম যার যার, উৎসব সবার” বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা’র এ কথাকে দেশবাসীর মাঝে স্মরণ করিয়ে দিয়ে কিশোরগঞ্জ-৬ (ভৈরব- কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন বলেছেন, বর্তমান সরকার সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসব যথাযোগ্য মর্যাদায় পালনে শতভাগ আন্তরিক। তাই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এবারো সনাতন হিন্দু ধর্মাবলম্বিদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
দূর্গা পূজাকে ঘিরে যে কোন ধরণের নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকার। গত ১৭ অক্টোবর বুধবার বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের হাজারীনগর গ্রামে স্বর্গীয় নিবারণ ভৌমিক ও স্বর্গীয় সুরেশ ভৌমিক এর বাড়িতে শ্রী শ্রী দূর্গা পূজা মন্দিরে শারদীয় দূর্গোৎসবের তৃতীয় দিন মহাঅষ্টমী ও কুমারী পূজা পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন।
এ ছাড়া উপজেলা বাসীকে নির্বিঘ্নে দূর্গোৎসব পালনের কথা বলে তিনি আরো বলেন, অপশক্তি রোধ করে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বিশ্বের কাছে দেশকে আরো উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে হলে নৌকার বিকল্প নাই। আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। সরকার ক্ষমতায় এলে দেশের ডিজিটাল উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
পরে তিনি উপজেলার ফরিদপুর, সালুয়া, রামদী, উসমানপুর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন, তাঁর সহধর্মীনী রোকসানা আক্তার, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান, সাবেক সভাপতি আবুল হোসেন লিটন, উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, ভৈরব সার্কেলের সিনিয়র এএসপি এএইচএম কামরুল ইসলাম, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের একান্ত সচিব অধ্যাপক লুৎফর রহমান ফুলু, সাখাওয়াত উল্লা, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহম্মেদ, বিশিষ্ট শিল্পপতি জি এল ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, মোঃ জহির রায়হান জজ, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী , সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দিন, রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ মিয়া, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা ও বিসিবি’র কো-অর্ডিনেটর মোঃ আলফাজ উদ্দিন , উপজেলা যুবলীগ নেতা গোলাম কিবরিয়া, মোঃ কামাল উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, মোঃ সাইফুল ইসলাম রতন, পৌর যুবলীগ নেতা মোঃ আরমান মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ কাইকোবাদ, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মইনুল হক ফুয়াদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
জানা যায়, এ বছর কুলিয়ারচর উপজেলায় ৩২টি পূজা মন্ডপের মধ্যে গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নে ১টি, রামদী ইউনিয়নে ৫টি, উছমানপুর ইউনিয়নে ২টি, ছয়সূতী ইউনিয়নে ৪টি, সালুয়া ইউনিয়নে ৮টি, ফরিদপুর ইউনিয়নে ২টি ও পৌর সভায় ১০টি পূজা মন্ডপে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দূর্গা পূজা পালিত হচ্ছে ।