১৮ই অক্টোবর বৃহস্পতিবার জেলা তথ্য অফিস, কিশোরগঞ্জ এর আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তর এর সহযোগিতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের সাফল্য অর্জন,উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে জনগণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে” যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ–সচিব তরফদার মোঃ আক্তার জামীল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আরজ আলী, ডীন– কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামছুল হক, সিনিয়র তথ্য অফিসার, কিশোরগঞ্জ, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো–অর্ডিনেটর তানিয়া জামান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রোকন উদ্দিন ভূঞা, উপ–পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, কিশোরগঞ্জ। অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে দেশের যুবসমাজকে টেকসই উন্নয়ন কার্যক্রমে অংশীদার হবার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, জাতিসংঘের উদ্যোগে ২০৩০ সালের মধ্যে অধিকতর টেকসই ও সুন্দর বিশ্ব গড়ার প্রত্যয়ে এসডিজি অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে ।
এতে ১৭টি অভীষ্ট এবং ১৫৯টি লক্ষ্যমাত্রা রয়েছে। ১৭টি অভিষ্টের মধ্যে ১১টি অভীষ্টের ধারণা বাংলাদেশই দিয়েছে। এসডিজির এই মহাপরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা রেখেছে। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ এর উন্নত বাংলাদেশ গড়তে প্রধান অতিথি এডিসি জেনারেল মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।