স্বাধীনতাবিরোধী অশুভ শক্তিকে রুখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
বঙ্গভবনে বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেন, সমাজে অশুভ শক্তি আজও বিরাজমান। কালের বিবর্তনে কেবল এর রূপ ভিন্ন হচ্ছে।
শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজনে দেশি-বিদেশি কূটনীতিক, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ যোগ দেন।
শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন তা আজও পুরোপুরি অর্জন হয়নি।
সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য উল্লেখ করে রাষ্ট্রপতি দেশে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন আরও সুসংহত হবে বলে আশা করেন।