রাজধানীর একট বাসা থেকে ব্যারিষ্টার মইনুল হোসেনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যেরা।
সোমবার (২২ অক্টোবর) রাত ১০ টার দিকে আ স ম আবদুর রবের রাজধানীর উত্তরার বাসা থেকে ব্যারিষ্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লখ্যে রংপুরের একটি মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রবের বাসা যান ব্যারিস্টার মইনুল হোসেন। এরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসাটি ঘিরে ফেলে।
এর আগে নারীর প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। সাংবাদিক মাসুদা ভাট্টির করা মামলায় মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার সিএমএম আদালত।
অন্যদিকে একই অভিযোগে জামালপুর আদালতে দায়ের করা ২০ হাজার কোটি টাকার মানহানির মামলায়ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এদিকে এই দুই মামলায় হাইকোর্টে থেকে আগাম জামিন নেন মইনুল হোসেন।