muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

নেদারল্যান্ডে টমেটোওয়ার্ল্ড পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

pm-tometo
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নেদারল্যান্ডে কুর্নাস্ট্রা এ্যান্ড কো. পরিদর্শন করেছেন। সেখানে রাসায়নিক ও তাপ নিয়ন্ত্রণ ছাড়া সবজি সংরক্ষণ করা হয়।

তিনি টমেটোওয়ার্ল্ডও পরিদর্শন করেন। এখানে পঞ্চাশ প্রকারের টমেটো উৎপাদিত হয়। প্রধানমন্ত্রী আজ প্রথমেই হেগের বাইরে কুর্নাস্ট্রা এ্যান্ড কো. পরিদর্শন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।
এ খামারে সারাবছর উৎপাদক ও আমদানিকারকরা ফল ও সবজির ব্যবসা করে থাকেন। প্রধানমন্ত্রী খামারের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং এর কর্মকান্ড সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন।
পরে শেখ হাসিনা টমেটোওয়ার্ল্ডে যান। সেখানে কর্মকর্তারা তাঁকে এই গ্রীনহাউস খামারটির কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রীকে জানানো হয়, এখানে পঞ্চাশ প্রকারের টেমেটো উৎপাদিত হয়। এই বিশেষ প্রকারের টমেটোর প্রতি কেজি বীজের দাম ৮০ লাখ টাকা।
খামার দু’টি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সফরসঙ্গীরাও ছিলেন।

Tags: