দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ ও চাইনিজ তাইপের কাছে ২-০ গোলে হেরে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের মেয়েদের। স্বাগতিক তাজিকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার।
রবিবার সেই আনুষ্ঠানিকতা সারার ম্যাচে দুর্দান্ত জয়ে পেয়েছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। তাজিকিস্তানের হিশোর সেন্ট্রাল স্টেডিয়ামে বাংলাদেশ ৫-১ গোলে হারিয়েছে স্বাগতিক মেয়েদের।
বাংলাদেশের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন মনিকা চাকমা। খাগড়াছড়ির লক্ষীচরের এই কিশোরী ম্যাচের প্রথমার্ধে ২টি ও দ্বিতীয়ার্ধে একটি গোল করেন। বাংলাদেশ প্রথমার্ধে এগিয়েছিল ৩-১ গোলে।
৮ মিনিটে প্রথম গোল করেন কৃষ্ণা রানী সরকার। ৩-০ গোলে পিছিয়ে পড়ার তাজিকিস্তান বিরতির ঠিক আগে একটি গোল করে ব্যবধান কমায়। কিন্তু গোলাম রব্বানী ছোটনের দল দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।