আসলামুল হক আসলাম।। দিন ব্যাপী উৎসবের মধ্যে দিয়ে শনিবার কিশোরগঞ্জে পালিত হল স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০১৮। এ উপলক্ষে উচ্চ বালিকা বিদ্যালয় হতে বর্নাঢ্য র্যালি বের হয়ে বত্রিশস্ত উৎসব কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুন্সী আবু জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন যথাক্রমে পুলিশ সুপার মোঃ মাশরুকুল রহমান খালেদ বিপিএম, বাংলাদেশ ব্যাংক এর উপ মহা ব্যবস্থাপক খোন্দকার আব্দুল কাইয়ুম, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, স্কুল ব্যাংকিং কনফারেন্স এর আহব্বায়ক ও কিশোরগঞ্জ ন্যাশনাল ব্যাংকের এর ব্যবস্থাপক শেখ শাহীনুজ্জামান প্রমুখ।
অনুষ্টানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ থেকে ১৮ বছরের নিচের তিন শতাধিক শিক্ষার্থী ও সকল তফসিলী ব্যাংকের উর্ধতর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও কু্ইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। লিড ব্যাংক হিসাবে ন্যাশনাল ব্যাংক দায়িত্ব পালন করেন।
Tags: