muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জ সদর উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে প্রনোদনা সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষি বিভাগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মধ্যে প্রনোদনা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পৌরসভাসহ ১১টি ইউনিয়নের ৮০৫জন কৃষকদের মধ্যে এসব প্রনোদনা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, মোঃ শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহদী হাসান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক সারওয়ার ইকবাল, কিশোরগঞ্জ পল্লী সমিতির জেনারেল ম্যানেজার মোঃ মনিরউদ্দিন মজুমদার, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মোঃ সাদেকুর রহমান সাদেক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অসীত কুমার ভৌমিকসহ জনপ্রতিনিধি, ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সদর উপজেলা কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন জানান সদরের ৩৫০জন চাষির মধ্যে ভুট্টা, ২০০ চাষির মধ্যে সরিষা, ৫জন কৃষকের মধ্যে বিটি বেগুন, ১৫০জন চাষির মধ্যে বোরো, ১০০ চাষি কে মুগ বিতরণ করা হয়। এছাড়াও ডিএপি সার ও এমওসি সার প্রনোদনা দেওয়া হচ্ছে।

Tags: