কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস উদযাপিত হয়েছে। “জেগেছে যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর পুরাতন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। কিশোরগঞ্জ যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রোকন উদ্দিন ভূঞাঁর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। বিশেষ অতিথি ছিলেন অতিঃ পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম। আলোচনা করেন কিশোরগঞ্জ যুব প্রশিক্ষন কেন্দ্রের কোর্ডিনেটর তানিয়া জামান, মহিলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক বিলকিস বেগম, সহ: অধ্যাপক কামরুন্নাহার, ফ্যামিলি টাইলসের নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকী। বক্তব্য রাখেন যুব নারী হাসিনা হায়দার চামেলী, যুব উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ আমিনুল হক সাদী প্রমুখ। আলোচনা সভা পরিচালনায় ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জেডএ শাহাদাৎ হোসেন ও হাবিবা রৌশন। আলোচনাসভায় অতিথিবৃন্দ বেকার যুব ও যুব নারীদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এসময় কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীবৃন্দ, সফল আত্ম যুবকর্মী ও প্রশিক্ষণার্থী যুবকবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।