কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনের নিচে কাটা পড়ে সুমন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার উত্তর সালুয়া গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র বলে জানা যায়। ৪ দিনের ব্যাবধানে কুলিয়ারচরে ওই যুবক সহ ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার ( ২ অক্টোবর) বিকাল পৌনে ২ টার দিকে কুলিয়ারচর রেলওয়ে স্টেশনের দক্ষিন দিকে দ্বাড়িয়াকান্দি – কুলিয়ারচর রাস্তার উপর টি- ১০ রেল ক্রসিং এর একশত গজ দক্ষিণে কিশোরগঞ্জ থেকে ঢাকা গামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের নির্মম মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মৃত্যুর কারন আত্মহত্যা কিনা দূর্ঘটনা তা জানা যায়নি।
অপর দিকে গত ২৯ অক্টোবর সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার আশ্রবপুর – নোকিয়াকান্দি নামক স্থানে রেলওয়ে ব্রীজের নিকট চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী ৭৮৫ বিজয় এক্সপ্রেস আপ ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নামা এক মহিলার ( ৪০) মৃত্যু হয় । এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি । একই ট্রেনের নিচে কাটা পড়ে কুলিয়ারচর রেলওয়ে স্টেশনের নিকট পূর্ব গাইলকাটা নামক স্থানে একটি গরুর বাছুর ও একটি ছাগল মারা যায় । কুলিয়ারচর রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মোঃ খলিলুর রহমান দুটি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানায় ম্যাসেজ দেয়া হয়েছে থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ।
Tags: