কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর এলাকা পুরাতন শহীদ মিনার চত্বর আওয়ামীলীগের নতুন অফিস উদ্বোধন ও জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা প্রধান অতিথি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডঃ সোহরাব উদ্দিন। আজ শনিবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক গিয়াস উদ্দিন আহম্মদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, পৌর মেয়র শওকত উসমান,কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক মজিবুর রহমান হামিদ, কটিয়াদী উপজেলা যুবলীগ সভাপতি শারফুল কাদের ভিপি মনি, কটিয়াদী উপজেলা ছাত্রলীগ সভাপতি ওবায়দুল কাদের সোহাগ, মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।