দশ হাজার কোটি টাকা ব্যয়ে রাজধানীর পূর্বাচলে ক্যানেল নির্মাণ সহ ৮৬ হাজার ৬’শ ৮৬ কোটি ৯৫ লাখ টাকার ৩৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক।
দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা-নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয় বলে জানান, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে- ১২’শ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, তিন হাজার ৯’শ ৮২ কোটি টাকায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ, কক্সবাজার রানওয়ে সম্প্রসারণে তিন হাজার ৭০৯ কোটি টাকা, ঢাকা-খুলনা মহাসড়ক চার লেনে উন্নীত করতে ৪ হাজার ১’শ ১১ হাজার কোটি, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক টাওয়ার ও কমব্যাট সেন্টার নির্মাণে প্রায় দেড় হাজার কোটি টাকার দুটি প্রকল্প রয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচনের কারণেই বেশি প্রকল্প পাশ করা হচ্ছে। তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত একনেকের বৈঠক চলবে বলেও জানান মন্ত্রী।