কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল অালম সহ কুলিয়াচর উপজেলা ও পৌর বিএনপি’র ১৬ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১৫০ জনকে অাসামী করে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা অাইনের ১৫(৩)/২৫ ঘ এবং বিস্ফোরক উপাদানাবলী অাইন ১৯০৮ (সং-/০২) এর ৩/৪/৬ ধারা তৎসহ দঃবিঃ ১৪৩/৪২৭/১০৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গত শনিবার ৩ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে কুলিয়াচর থানার এস অাই রাখাল চন্দ্র দেবনাথ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। যাহা কুলিয়াচর থানার মামলা নং ০১, মামলায় শরীফুল অালম ছাড়াও পৌর বিএনপি’র সাধারন সম্পাদক শাহাতৎ হোসেন শাহ অালম, সহ-সভাপতি মোঃ বাচ্ছু মিয়া, উপজেলা বিএনপি নেতা এনায়েত উল্লাহ, রতন মেম্বার, অারশ মিয়া, ছানা মিয়া, উপজেলা যুবদলের সভাপতি অাজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের সাধারন সম্পাদক শহিদ উদ্দিন বাবুল, ছয়সূতী ইউনিয়ন যুদলের সাধানর সম্পাদক জুয়েল রানা, পৌর যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ন – সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মুছা, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন – সাধারন সম্পাদক অাব্দুস সালাম সুমন, পৌর ছাত্রদলের সভাপতি রাজ অাহমেদ রকি, অারমান সহ ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ১৫০ জনকে অাসামী করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে গত ৩ নভেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে ৮ ঘটিকার সময় উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসষ্ট্যান্ড ওয়ালটন শো রুমের সামনে ভৈরব – কিশোরগজ্ঞ অাঞ্চলিক মহাসড়কের উপর শরীফুল অালমের প্ররোচনায় ও নির্দেশনায় অাসামীগন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীর বিষয়কে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে নাশকতা, অগ্নিসংযোগ ও ভাংচুর সহ জনগনের জানমালের ক্ষতিসাধন করার উদ্দেশ্যে একত্রিত হইতেছে এমন সংবাদ পেয়ে পুলিশ বাসষ্ট্যান্ডের কাছাকাছি পৌঁছার সাথে সাথে কয়েকটি বিকট শব্দ শুনতে পাই। এ সময় পুলিশের উপস্থিতি টের পাইয়া অাসামীরা দৌড়াইয়া পালাইয়া যায়। জানা যায়, দেড় মাস সময়ের মধ্যে শরীফুল অালমের নামে ঢাকার বিভিন্ন থানায় ২৬ টি ও ভৈরব থানায়১টি মামলা দায়ের করা হয়েছে।
Tags: