muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে আউটসোর্সিং প্রশিক্ষণের উদ্বোধন

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে এবং জাইকার আর্থিক সহযোগীতায় কিশোরগঞ্জের কাইট আইটিতে ৪ নভেম্বর বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘ফ্রি ল্যান্সিং অন ডিজিটাল মার্কেটিং’ ট্রেনিং প্রোগ্রাম। ১৬ দিনের এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহন করছে ৩০ জন প্রশিক্ষনার্থী ছেলেমেয়ে। পুরো ট্রেনিং প্রোগ্রামটি পরিচালনা করবে কিশোরগঞ্জের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান কাইট আইটি।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মাসউদ। সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শরীফুল ইসলাম। সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার সাহাদাত হোসেন, জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুক। এছাড়াও অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাসহ সকল ট্রেইনারাও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Tags: