স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে জিম্বাবুয়ে ‘এ’ দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ১২২ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশের রনি তালুকদার সর্বোচ্চ ৭৭ রান করেন। ৬০ রানের ইনিংস খেলেন মোহাম্মদ মিথুন। এ ছাড়া ৩১ রান আসে মাহমুদুল হাসানের ব্যাট থেকে।
বল হাতে জিম্বাবুয়ের ত্রেভর গারউয়ি ৩ উইকেট নেন। ২টি উইকেট নেন ভিক্টর নায়ুচি।
২৮৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪১.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৪ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ব্যাট হাতে জিম্বাবুয়ের কেভিন কাসুজা ৪৩ রান করেন। ৪১ রান করেন রায়ান বুর্ল।
বল হাতে বাংলাদেশের মোহাম্মদ শহিদ ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন শুভাগত হোম ও মাহমুদুল হাসান।